“A poet dares be just so clear and no clearer... He unzips the veil from beauty, but does not remove it. A poet utterly clear is a trifle glaring.”
— E. B. White, from One Man's Meat.

Music of Poetry

Words come alive

Music of Poetry – Words Come Alive, is an international poetry event focused on performance of poetry as music, theater, installation poetry, rap, slam and any other forms. The idea is to transform poetry from words to experience. Several performances in different languages and forms will be presented over two days.

কবিতায় স্বরলিপি ভাষা সংসদ পুরষ্কার ২০২২

“ভ্রু পল্লবে ডাক দিয়েছ, বেশ।

আমার কিন্তু পুরনো অভ্যেস

মিনিট দশেক দেরীতে পৌঁছনো

তোমার ঘড়ি একটু জোরেই ছোটে

আস্তে করে কামড় দিচ্ছ ঠোঁটে

ঠোঁটের নীচে থমকে আছে ব্রণ…”

 

লাইনগুলো চেনা মনে হচ্ছে? জানি চেনা।সকলের প্রিয় কবি শ্রীজাতর লেখা যে। এবার শ্রীজাতর লেখা  কবিতা পড়া, আবৃত্তির পাশাপাশি সকলের জন্য আসতে চলছে আরেকটি বিষয়।শ্রীজাতর লেখা প্রিয় কবিতায় সুর দিন,এবং গান বাঁধুন সেই সুরে। ভাবছেন সেটা আবার কী! তাহলে বলি দ্যা আন্টোনিম ও ভাষা সংসদ যৌথ ভাবে আয়োজন করেছে এক প্রতিযোগিতা। 

বিষয় – শ্রীজাতর লেখা কবিতায় সুর আরোপ।

শ্রীজাতর লেখা  যেকোনো পছন্দের কবিতা আপনি বেছে নিতে পারেন সুর দেওয়ার জন্য। সুর দেওয়া হলে গান গেয়ে পাঠিয়ে দিন নির্দিষ্ট মেল আইডিতে – kpcvoices2022@gmail.com. পাঠাতে হবে mp3 ফরম্যাটে। আর মেলের বিষয় হিসাবে লিখুন – <কবিতায় স্বরলিপি – আপনার নাম> ।  সুর দেওয়া, গান গাওয়া আর যন্ত্র সঙ্গীতে অনেকে যুক্ত থাকলে সকলের নাম মেলে দিতে ভুলবেন না।

সেরা সুর কোনটি বেছে নেবেন স্বয়ং কবি ও নির্দিষ্ট বিচারক মন্ডলী।

বিশেষ দিনগুলিঃ

জমা দেওয়ার শেষ তারিখঃ ১৫ই মে

নির্বাচিত প্রতিযোগীদের তালিকা ঃ ৩১শে মে

চূড়ান্ত প্রতিযোগীরা পাচ্ছেন জুন মাসের ১১তারিখ কবির সঙ্গে ছবি এবং তার সামনে  এক স্টেজে অনুষ্ঠান করার সুযোগ। আর বিজয়ী প্রতিযোগীরা পাবেন ‘ কবিতায় স্বরলিপি ভাষা সংসদ পুরষ্কার ২০২২’ ।

তাহলে দেরী কেন! কবির অনুরাগীরা আজ থেকেই শুরু করে দিন সুর বাঁধার কাজ,আর চটপট করে পাঠিয়ে দিন আমাদের মেল আইডি তে।

##

বি.দ্রঃ 

১) সুর দেওয়ার পর তা কোনও জায়গায় প্রকাশ করতে পারবেন না কবি ও উপরোক্ত দুটি সংস্থার অনুমতি ছাড়া। সেক্ষেত্রে আপনার গাওয়া গানটি মনোনীত করা যাবে না এবং copyright লঙ্ঘন করা হবে।

২) সুর দেওয়ার পর ওই সুরের অন্য কোনও গান বাঁধা চলবে না

৩) মনোনীত সুরটির সম্পূর্ণ অধিকার কবি ও সংস্থার।

৪) ১৫ই মের পর পাঠালে প্রতিযোগিতায় গ্রহণ করা হবে না।

৫) মেল করবেন kpcvoices2022@gmail.com এই ঠিকানায়

Poetry performances in different languages and form will be presented over two days in June, 2022.

Event dates : 11th and 12th June,2022 | Venue: EZCC, Kolkata

 

The Body in Verses:  Expanding Boundaries of Performative-Poetry 

This session on performative poetry will discuss and explore the dissolving boundaries of poetic expression and languages. The panelists will share their journeys with multiple forms while meditating on the art of poetry. In course of the session interspersed with conversation and performances, we will revisit definitions, forge or pull down walls and debate if the expansion through performances—if it acts as a distraction or an evolution of the same soul— if we can really point to one in a poetic piece, that is. We will go over the effects, fall outs when  the performance of the language (poetic arts) meets with the performances of the body/ voice and other instruments.  

 

1440xAUTO_processed_article_2021_07_60ec5a5781c6c